রোববার হেফাজতে ইসলামের কর্মসূচি রয়েছে, এটি বিবেচনা করে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেধে দিতে চাইঃ খালেদা জিয়া

রোববার হেফাজতে ইসলামের কর্মসূচি রয়েছে, এটি বিবেচনা করে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেধে দিতে চাইঃ খালেদা জিয়া

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ প্রধান বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমি ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। এ সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে হবে। না হলে লাগাতার কঠোর কর্মসূচি দেয়া হবে। এমন কর্মসূচি দেয়া হবে যে সরকারকে বিদায় নিতে হবে। কাজেই সুস্পষ্ট ঘোষণা দিন।’ ৪ মে (শনিবার) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মহাসমাবেশে এ কথা বলেন তিনি। খালেদা জিয়া বলেন, ‘রোববার হেফাজতে ইসলামের কর্মসূচি রয়েছে। এটি বিবেচনা করে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেধে দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন এ সরকার যখন বিপদে পড়ে তখন গলার স্বর নরম হয়। আমরা চার বছর ধৈর্য ধরেছি। শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। সেই কর্মসূচিতেও বাধা দেয়া হয়েছে। বিএনপির মহাসচিবসহ জামায়াতের নেতাকর্মীরা এখনও জেলে রয়েছে। এ নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিন। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। অনেক সহ্য করেছি।’ খালেদা জিয়া বলেন, ‘৯১ সাল থেকে কী আন্দোলন করেছেন মনে পড়ে? তখনকার খবরের কাগজ খুলে দেখুন। কী কী কাজ করেছেন। জ্বালাও পোড়াও। তাহলে আপনার মনে পড়বে। মানবতার কথা আপনার মুখে মানায় না।’  খালেদা জিয়া বলেন, ‘দুর্নীতিতে আপনারা বার বার চ্যাম্পিয়ন হয়েছেন। আজকে সারা দেশ খেয়ে ফেলেছেন। সমস্ত হিন্দুদের সম্পত্তি দখল করেছেন। বাড়ি-ঘর দোকানপাট দখল করেছেন। সরকারি সম্পত্তি ও অন্য ধর্মের মানুষের সম্পত্তি দখল করে যাচ্ছেন। তাই আপনাদের মুখে মানববতার কথা কেউ বিশ্বাস করে না।’

নিজস্ব প্রতিনিধি