বগুড়ার আদমদীঘিতে ভাগিনার বটির আঘাতে খালা খুন

বগুড়ার আদমদীঘিতে ভাগিনার বটির আঘাতে খালা খুন

চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের কালিবাড়ীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে নিজ বোনের ছেলে বটি’র আঘাতে খালা খুন হয়েছে। ৩ মে (শুক্রবার) বেলা সাড়ে ১২ টার দিকে এই খুনের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও আদমদীঘি থানা সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে তালশন গ্রামের ওই পাড়ার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে বুলু (৩৫) এর সাথে তার খালু একই গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের জমি কেনা-বেচা সংক্রান্ত ঘটনা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে বুলু’র খালা জোসনা বেগম ও খালু আব্দুল মান্নান বুলুর বাড়ীতে আসলে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এসময় খালা-খালু মিলে বুলুকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে বুলু একটি ধারালো বটি দিয়ে তার খালা জোসনা বেগমের (৪০) শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে জোসনা বেগম মাটিতে লুটিয়ে পড়ে। আশংকাজনক অবস্থায় তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু ঘটে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক খুনের বিষয নিশ্চিত করেছেন।

বিশেষ প্রতিনিধি