হরতাল প্রত্যাহারের আহ্বানে সাড়া দেয়ায় প্রধান বিরোধী দলকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

হরতাল প্রত্যাহারের আহ্বানে সাড়া দেয়ায় প্রধান বিরোধী দলকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ হরতাল প্রত্যাহারের আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচি স্থগিত করায় প্রধান বিরোধী দল বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ এপ্রিল (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।
ইউএনবির খবরে বলা হয়, সাভারে ভবনধসের কথা চিন্তা করে মানবিক কারণে বিরোধী দলকে আগামী ২ মে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার আহত শ্রমিকদের দেখতে প্রধানমন্ত্রী সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে যান। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিরোধী দলের প্রতি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই আহ্বানের পর মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বিবৃতিতে হরতাল স্থগিতের ঘোষণা দেন। সাভারে ভবনধসের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে ওই হরতাল ডাকা হয়েছিল। গণমাধ্যমে পাঠানো বিরোধীদলীয় নেতার বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, ‘মানবতার স্বার্থে, জাতীয় ট্র্যাজেডির এই সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াবার সুযোগ করে দিতে’ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানের সই করা বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘আমরা যেভাবে জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিচ্ছি, আশা করি জাতির বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রীও সেভাবেই আমাদের আহ্বানে সাড়া দেবেন।’ সাভারের রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় ভবনের মালিক সোহেল রানা এবং ওই ভবনের পোশাক কারখানার মালিকদেরও গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

বিশেষ প্রতিনিধি