রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতরে অগ্নিকাণ্ডঃ ১০ উদ্ধারকর্মী গুরুতর আহত

রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতরে অগ্নিকাণ্ডঃ ১০ উদ্ধারকর্মী গুরুতর আহত

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল (রোববার) রাত ১০টায় ধ্বংসস্তূপের ৩ তলায় আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

জানা যায়, গ্যাস কাটার দিয়ে ধ্বংসস্তূপের রড কাটতে গিয়ে ‍আগুনের সূত্রপাত হয়। পরে সেখানে থাকা গার্মেন্টেসের কাপড়ে লেগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় প্রায় ১০জন উদ্ধারকর্মী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত হন ৪ জন। আহত উদ্ধারকর্মীদের সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)  নেয়া হয়েছে।

উল্লেখ্য, এ মুহূর্তে ভেতরে শুধুমাত্র সামরিক বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। সেখানে কোনো বেসামরিক বা সাধারণ লোক নেই।

বিশেষ প্রতিনিধি