কেন্দ্রীয় কারাগারের ফটকে পরপর চারটি হাতবোমার বিস্ফোরণঃ গ্রেপ্তার ২

কেন্দ্রীয় কারাগারের ফটকে পরপর চারটি হাতবোমার বিস্ফোরণঃ গ্রেপ্তার ২

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের পর এবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে পরপর চারটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে। ৭ এপ্রিল (রোববার) রাত ১১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কারারক্ষক মাহবুবুর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে ফটক থেকে ৩০ ফুটের মধ্যে ওই হাতবোমার বিস্ফোরণের পর সন্দেহভাজন দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতের বেশ কয়েকজন সিনিয়র নেতা আটক রয়েছন। এ ছাড়া হরতালে গাড়ি ভাংচুর ও পোড়ানোর মামলায় রোববার বিএনপি নেতাদেরও এই কারাগারে পাঠানো হয়েছে। তাদের পাশাপাশি বিভিন্ন মামলায় বিএনপির অনেকেই এই কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন মাহবুবুর রহমান। নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে হাতবোমা বিস্ফোরণের পর কারাগারের ভেতরে ও আশাপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারারক্ষক মাহবুবুর রহমান জানান, ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ এসে আশে পাশে তল্লাশি চালায়। যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলও জানান তিনি।

বিশেষ প্রতিনিধি