হরতালের আগের নাশকতাঃ ৯টি গাড়িতে আগুন,পুলিশ চুপ!

হরতালের আগের নাশকতাঃ ৯টি গাড়িতে আগুন,পুলিশ চুপ!

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর বিভিন্ন স্থানে ৯টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব আগুন দেয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বিকেল পৌনে ৬টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রবেশ গেটের সামনে ব্যাংকেরই একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়েছে। এ ঘটনার পর ব্যাংকের কর্মকর্তা ও আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের পিছনের কয়েকটি সিট পুড়ে যায়। একই সময়ে মতিঝিলের এজিবি কলোনির সামনেও একটি অপেক্ষামান যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে রাজারবাগ পুলিশ লাইনের পূর্বপাশে এবং বনানীতে দু’টি বাসে আগুন দেয়া হয়েছে। অপরদিকে বিকেল সোয়া ৫টার দিকে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে রংধনু পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশের জলকামান দিয়ে গাড়ির আগুন নেভানোর আগেই তা পুড়ে যায়। রোববার দুপুর ১টার দিকে গাবতলীতে একটি বিআরটিসি বাসে আগুন দেয়া হয়। এছাড়া ফকিরাপুলে একটি লেগুনা ও প্রাইভেট কার এবং বাসাবো বৌদ্ধমন্দিরের সামনের রাস্তায় একটি বাসে আগুন দেয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার সারা দেশে হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। রোববার বিকেলে মঙ্গল ও বুধবার টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

নিজস্ব প্রতিনিধি