শাপলা চত্বরে রাতের সাথে সমান্তরালে বাড়ছে হেফাজতে ইসলামের লোকসমাগম

শাপলা চত্বরে রাতের সাথে সমান্তরালে বাড়ছে হেফাজতে ইসলামের লোকসমাগম

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ লংমার্চের আগের রাতেই রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলামের কয়েক হাজার কর্মী। রাস্তা আটকে ওই এলাকায় তারা অবস্থান করছেন। রাত ১০টার পর পুলিশের পক্ষ থেকে হেফাজতের কর্মীদের এলাকা ছেড়ে দেয়ার জন্যও বলা হয়েছে। সেখানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশও অবস্থান করছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে মঞ্চের নিরাপত্তার জন্য কর্মীরা রাত জেগে পাহারা দেবেন। এজন্য তারা ওই এলাকায় অবস্থান করছেন। মতিঝিল সোনালী ব্যাংকের সামনে থেকে দৈনিক বাংলা পর্যন্ত পুরো রাস্তা হাতে হাত দিয়ে ব্যরিকেড দিয়ে ঘিরে রেখেছেন হেফাজতের কর্মীরা। হরতাল ও অবরোধকারীরা যাতে মঞ্চ দখল করতে না পারে সে জন্যই এই ব্যারিকেড দেয়া হয়েছে বলে সেচ্ছাসেবকরা জানিয়েছেন। রাতে যতো বাড়ছে সেখানে লোকসমাগমও বাড়তে শুরু করেছে।

বিশেষ প্রতিনিধি