নওগাঁর পত্নীতলায় চোলায় মদ খেয়ে নদীর পানিতে ডুবে একজনের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় চোলায় মদ খেয়ে নদীর পানিতে ডুবে একজনের মৃত্যু

আব্বাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা আত্রাই নদীর ছিদ্দীক প্রতাপ সেতুর পশ্চিমপাড়ে ৫ এপ্রিল (শুক্রবার) সকালে অতিরিক্ত মদ খেয়ে নেশাগ্রস্থ অবস্থায় নদীর পানিতে ডুবে কুশ চৌধরী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কুশ চৌধরী নজিপুর পৌরসভার পলিপাড়া গ্রামের স্বর্গীয় রাম প্রশাদ চৌধরীর পুত্র। এলাকাবাসী সুত্রে জানা গেছে, কুশ চৌধুরী নিয়মিত চোলায় মদ খেত। শুক্রবার সকালে সে বাড়ি থেকে বের হয়ে ছিদ্দীক প্রতাপ সেতুর পশ্চিমপাড় ভূত পাড়ায় গিয়ে অতিরিক্ত চোলায় মদ খেয়ে নেশাগ্রস্থ অবস্থায় নদীতে নামলে সেখানেই সে ডুবে মারা যায়। এলাকাবাসীরা নদীতে গোসল করতে এসে শুক্রবার সকাল ৯টার দিকে কুশ চৌধরীর মৃতদেহ পানিতে দেখতে পেয়ে তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তার মৃতদেহ সেখান থেকে বাড়িতে নিয়ে যায়।
উল্লেখ্য নজিপুর ছিদ্দীক প্রতাপ সেতুর পশ্চিমপাড় ভূত পাড়ায় চোলায় মদের আখড়ায় প্রশাসনের নিরব ভূমিকার কারনে প্রতিনিয়তই এধরনের ঘটনা ঘটে আসছে বলে এলাকাবাসী জানায়। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মতর্কা(ওসি) আবুল কালাম আজাদ জানান, চোলাই মদ খেয়ে না, পানিতে পড়ে সে মারা যায়। এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এসবিডি নিউজ ডেস্ক