হরতালে যানবাহন ভাংচুর এবং অগ্নিসংযোগ এর প্রতিবাদে বগুড়া জেলা মোটর ও ট্রাক শ্রমিক ইউনিয়নের লাঠি মিছিল

হরতালে যানবাহন ভাংচুর এবং অগ্নিসংযোগ এর প্রতিবাদে বগুড়া জেলা মোটর ও ট্রাক শ্রমিক ইউনিয়নের লাঠি মিছিল

বগুড়া প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ১৮ দলের ডাকা বিভিন্ন সময়ে হরতালে যানবাহন ভাংচুর এবং অগ্নিসংযোগ এর প্রতিবাদে বগুড়া জেলা মোটর ও ট্রাক শ্রমিক ইউনিয়ন ৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকল পরিবহন বন্ধ রেখে বেলা ১১ টায় বগুড়ায় এক বিশাল লাঠি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বগুড়া জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল চারমাথা থেকে মিছিলটি বের হয়ে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে গিয়ে শেষ হয়। লাঠি মিছিল থেকে পরিবহন শ্রমিকেরা হরতালে যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ এবং শ্রমিক-যাত্রীদের পুড়িয়ে মারার বিরুদ্ধে শ্লোগান দেন। পরে সাতমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ মিটুল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাম্স উদ্দিন হেলাল, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল সহ আরো অনেকে। সমাবেশ থেকে সভাপতি আব্দুল লতিফ মন্ডল যানবাহন ভাংচুর এবং অগ্নিসংযোগ না করার জন্য সরকার এবং রিরোধীদলের প্রতি আহবান জানান। এসময় তিনি রাজশাহী বিভাগের সকল পরিবহন শ্রমিককে আগামী ১০ তারিখে কালো ব্যাচ ধারন এবং ১৬ এপ্রিল মানব বন্ধনে অংশ নেয়ার কর্মসূচী ঘোষনা করেন।

এসবিডি নিউজ ডেস্ক