রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় হরতাল থাকলেও ৩ এপ্রিলের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় হরতাল থাকলেও ৩ এপ্রিলের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় হরতাল থাকলেও ৩ এপ্রিল (বুধবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী ২ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে এ তথ্য জানিয়ে বলেছেন, হরতাল হলেও এ দুই বিভাগের ১৬ জেলায় আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার সাধারণ ৮টি শিক্ষাবোর্ডের বাংলা দ্বিতীয়পত্রসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা রয়েছে। মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা এই প্রথম হরতালের কবলে পড়লো। নির্ধারিত সূচি ঠিক রাখতে হরতালের মধ্যেও দুটি বিভাগের অধীনে দুটি শিক্ষাবোর্ডে এ পরীক্ষা নেয়া হবে। দুটি বোর্ডের অধীনে প্রায় ৩ লাখ পরীক্ষার্থী রয়েছে। এছাড়াও মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনেও পরীক্ষার্থী রয়েছে। সব মিলিয়ে চরম উৎকণ্ঠার মধ্যেই রাজশাহী ও দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীরা আগামীকাল পরীক্ষা দিতে ঘর থেকে বেরুবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, পরীক্ষা নিতেই হবে। কোনো বিভাগে কিংবা শিক্ষা বোর্ডে পরীক্ষা না নিলে সারাদেশে পরীক্ষার্থীদের ক্ষতি হবে। তবে হরতালের মধ্যেও নির্বিঘ্নে যাতে পরীক্ষা নেয়া যায় সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

উল্লেখ্য,ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেনের মুক্তির দাবিতে এবং তাকে রিমান্ডে নেয়ার প্রতিবাদে উত্তরাঞ্চলের ১৬টি জেলায়  বুধবার হরতাল ডেকেছে ছাত্রশিবির। তবে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে শিবির। শিবিরের সভাপতির বাড়ি রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এ কারণেই উত্তরাঞ্চলের এই দুই বিভাগের ১৬টি জেলায় হরতাল আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, গত রোববার বিকেলে রাজধানীর শ্যামলী থেকে শিবিরের সভাপতিকে আটক করে পুলিশ। সোমবার তাকে দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে শিবির।

এসবিডি নিউজ ডেস্ক