৩৬ ঘন্টার হরতালের সমাপ্তিঃ রাজধানীসহ সারাদেশে ব্যাপক সহিংসতা

৩৬ ঘন্টার হরতালের সমাপ্তিঃ রাজধানীসহ সারাদেশে ব্যাপক সহিংসতা

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল শেষ হয়েছে। দুদিনের হরতালে সারা দেশে প্রায় অর্ধশতাধিক যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়। হরতালের সমর্থনে মিছিল বের করলে ১৮ দলের নেতাকর্মীদেও সঙ্গে পুলিশের রাজধানীসহ দেশব্যাপী সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চাঁদপুরের লাকসামে রেললাইনে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হন। রাজশাহীতে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পিকেটাররা। এসব সংঘর্ষে পুলিশসহ কয়েকশ’ মানুষ আহত হন। এছাড়া গ্রেপ্তার করা হয় শতাধিক পিকেটারকে। রাজধানীসহ জেলা শহরগুলোতে হালকা যান চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১৮ দলের মুখপাত্র বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দেশব্যাপী জনগণ শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে টানা ৩৬ হরতাল পালন করেছে। এবং পুলিশ ১৯৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। মামলা করা হয়েছে তিন শতাধিক নেতাকর্মীর নামে। তবে তিনি পরবর্তী কোন কর্মসূচি  ঘোষণা করেননি। তিনি বলেছেন, পরবর্তী কর্মসূচী পরে জানানো হবে।
সাতক্ষীরায় জামায়াতের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ আহতঃ ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সাতক্ষীরা শহরের বিনেরপাতা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আনিসুর রহমান নামের (৪৮) পুলিশের একজন কনস্টেবল গুলিবিদ্ধসহ অন্তত ১০ সদস্য আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বিনেরপাতা এলাকায় বিসিক শিল্প নগরীর সামনের সড়কে গর্ত খুঁড়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করে জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জামায়াত-শিবিরের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের এ সংঘর্ষে সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম (৪৫) ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান (৪২) সহ অন্তত ১০ কনস্টেবল আহত হন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি