রাজশাহীর বাঘায় পুলিশ সদস্যকে পিটিয়ে রিভলবার ছিনতাই

রাজশাহীর বাঘায় পুলিশ সদস্যকে পিটিয়ে রিভলবার ছিনতাই

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ রাজশাহীর বাঘায় পুলিশ সদস্যকে পিটিয়ে রিভলবার ছিনিয়ে নিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ১০ মার্চ (রোববার) সন্ধ্যায় বাঘা উপজেলার মুশিদপুরের পদ্মানদী পাড়ে বেদম মারপিট করে রিভলবার ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় উপপরিদর্শকসহ এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। এর মধ্যে এক উপপরিদর্শককে (এসআই) বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। স্থানীয় সাংবাদিকরা জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মুশিদপুরের পদ্মানদীর পাড়ের ঝুপরির মধ্যে গোপন সভা করছে খবর পেয়ে রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাঘা পুলিশের একটি দল সেখানে অভিযান চালাতে চায়। প্রথমে সহকারী উপপরিদর্শক (এএসআই) কুতুব সেখানে ঢোকেন। এর পর পরই সেখানে অবস্থানরত জামায়াত-শিবিরের লোকজন তাকে বেদম মারধর করে। এসময় তাকে বাঁচাতে উপপরিদর্শক নুরুর জামান ভেতরে ঢুকলে তাকেও বেদম মারপিট করে কাছে থাকা রিভলবার ছিনিয়ে নেয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এর পর পুলিশের পুরো দল সেখানে গেলে জামায়াত-শিবিরের লোকজন পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর তারা দলবল গুছিয়ে আবার পুলিশ দলের ওপর হামলা চালায়। জামায়াত শিবিরের হামলায় আহতরা হলেন- উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কুতুব। এর মধ্যে উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামানকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এএসআই কুতুবকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।  এবিষয়ে বাঘা থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা মাসুদুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পুলিশ সুপার আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দায়ীদের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান শুরু করা হয়েছে।

এসবিডি নিউজ ডেস্ক