তোমরা যারা আমার গান শোনো, যারা আমাকে পছন্দ করো, তোমরা আমাকে বাঁচাওঃ সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ

তোমরা যারা আমার গান শোনো, যারা আমাকে পছন্দ করো, তোমরা আমাকে বাঁচাওঃ সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ১০ মার্চ (রোববার) সকালে রাজধানীর মগবাজারের আউটার সার্কুলার রোডের ফ্ল্যাটে সঙ্গীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল তার ছোট ভাই মিরাজ উদ্দিন আহমেদের লাশ উদ্ধারের পর রাষ্ট্রের কাছে নিজের নিরাপত্তা চাইলেন।  ৯ মার্চ (শনিবার) রাতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মিরাজ উদ্দিন আহমেদের মরদেহ রাজধানীর কুড়িল উড়াল সড়কের নিচে রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। আহমেদ ইমতিয়াজ বুলবুল সাংবাদিকদের বলেন, আমি গত সাত মাস ধরে বাসার মধ্যেই অবস্থান করছি। চলাফেরা খুবই নিয়ন্ত্রিত। ট্রাইব্যুনাল থেকে বলা হচ্ছে, সাবধানে চলার জন্য। আমাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাই।’ বুলবুল মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন। ভক্তদের উদ্দেশ্যে বুলবুল বলেন, ‘তোমরা যারা আমার গান শোনো, যারা আমাকে পছন্দ করো, তোমরা আমাকে বাঁচাও।’ এ সময় বুলবুলের পাশেই ছিলেন মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত শাখার জ্যেষ্ঠ সদস্য এম সানাউল হক। তিনি বলেন, ‘আমরা তার (আহমেদ ইমতিয়াজ বুলবুল) নিরাপত্তার বিষয়টি দেখভাল করব। উনি যেভাবে চান, সেভাবেই তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। এতে আতঙ্কের কিছু নেই। ট্রাইব্যুনালে যারা সাক্ষ্য দিয়েছেন, সবার নিরাপত্তা সরকার নিশ্চিত করেছে। বুলবুলের নিরাপত্তার ব্যাপারেও কোনো কার্পণ্য করা হবে না।’

নিজস্ব প্রতিনিধি