নাশকতার আশঙ্কায় রাজধানীতে বিজিবি মোতায়েন

নাশকতার আশঙ্কায় রাজধানীতে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ হরতালকে সামনে রেখে ঢাকায় পুলিশকে সহায়তার জন্যে আবারও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। ২৭ ফেব্রুয়ারি (বুধবার) রাত ৮টা থেকে রাজধানীর রাজপথে টহল দেবে বিজিবির অন্তত ১০ প্লাটুন জওয়ান। তবে পরিস্থিতি খারাপ হলে রাত আটটার আগেই বিজিবি মাঠে নামানো হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে। গোয়েন্দা সূত্র জানায়, আগেরকার যে কোনো হরতালের চেয়ে আগামীকাল বৃহস্পতিবারের হরতালে জামায়াত ইসলাম ও ইসলামী ছাত্রশিবির রাজপথে বেশি তাণ্ডব চালাতে পারে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এমনকি বুধবার সন্ধ্যার পরেও তারা অগ্নিসংযোগের পাশাপাশি  বোমা বিস্ফোরণ ঘটাতে পারে। তাই যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ হার্ড লাইনে যাবে। ফলে বিজিবির ১০ প্লাটুন অর্থ্যাৎ ২০০ জন জওয়ান রাত ৮টায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেবে। ডিএমপি সূত্র জানায়, শুধু রাজধানীতেই পুলিশ, র‌্যাব, ডিবি ও সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ হাজার সদস্য হরতালে দায়িত্ব পালন করবেন। এর কিছু সংখ্যক সদস্য সন্ধ্যার আগ থেকেই দায়িত্বপালন শুরু করবে। বাকি সদস্যদের ভোর থেকে মাঠে নামানো হবে।

নিজস্ব প্রতিনিধি