আন্দোলনের ১১তম দিনঃ জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু

আন্দোলনের ১১তম দিনঃ জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ প্রতিদিনের মতো ১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৬টায়  জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হলো আন্দোলনের ১১তম দিন। কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় এই আন্দোলন। সকালে জাতীয় সঙ্গীতের পর ‘ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা……’ দেশাত্মবোধক গানটা গাওয়া হয় সমবেত কণ্ঠে। তারপর শুরু হয় যথারীতি স্লোগান ‘ফাঁসি ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘জানি জানি সবই জানি, জামায়াত মানে পাকিস্তানী’। এভাবে একে একে চলতে থাকতে থাকে ‘জামায়াতে ইসলাম মেড বাই পাকিস্তান’, ‘রাজাকারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জামায়াতের রাজনীতি আইন করে বন্ধ করো’। ‘ক-তে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার‘,  ‘অনেক করেছি প্রতিরোধ, এবার নেব প্রতিশোধ’, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ‘পাকিস্তানের মাটিতে রাজাকারের কবর হবে’।

নিজস্ব প্রতিনিধি