৮ ফেব্রুয়ারি অরাজনৈতিক মহাসমাবেশঃ সর্বস্তরের মানুষকে অংশ গ্রহণের আহ্বান

৮ ফেব্রুয়ারি অরাজনৈতিক মহাসমাবেশঃ সর্বস্তরের মানুষকে অংশ গ্রহণের আহ্বান

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) এর মহাসমাবেশে করণীয় দিকগুলো ঘোষণা করেছে শাহবাগের আন্দোলনকারীরা। এতে কোনো রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না। থাকবে না কোনো রাজনৈতিক ব্যানার। বিকেল ৩টায় মহাসমাবেশ শুরু হবে। আয়োজকরা সব স্কুল-কলেজ, শিক্ষক, শিক্ষার্থী, কল-কারখানার শ্রমিক মজুরকেও এ মহাসমাবেশে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে তার দিকে লক্ষ্য রাখতে প্রতিটি মানুষের প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিহ্নিত খুনি-ধর্ষক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। মঙ্গলবার এ রায় দেয়ার পর রায়ের বিরুদ্ধে বিকেল থেকেই শুরু হয় গণআন্দোলন। শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে তারুণ্যের এ প্রতিবাদ টানা দু’দিন পেরিয়ে বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। চতুর্থ দিন শুক্রবার মহাসমাবেশের ডাক দিয়েছেন আয়োজকরা। ‘প্রজন্ম চত্বর’ নাম দিয়ে শাহবাগে চলমান এ গণআন্দোলনে আসা সর্বস্তরের মানুষ ও সংগঠকরা বলছেন, রায় বাতিল করে কাদেরের ফাঁসির রায় না দেয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

বিশেষ প্রতিনিধি