সাতক্ষীরায় জামায়াত-শিবির তাণ্ডবঃ ৭ পুলিশ আহত!

সাতক্ষীরায় জামায়াত-শিবির তাণ্ডবঃ ৭ পুলিশ আহত!

সাতক্ষীরা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সাতক্ষীরায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এছাড়া সকাল থেকেই শহরে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জামায়াত-শিবির ক্যাডাররা পুলিশের কাছ থেকে একটি গ্যাসগান কেড়ে নিয়ে তা ভেঙে ফেলেছে। এ সময় সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান, কনস্টেবল বদরউদ্দিন ও আমিনুর রহমানসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

হরতালের সমর্থনে সকালে শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির। শহরের আমতলা, নারকেলতলা, পুরাতন সাতক্ষীরা, বাঙালের মোড়সহ কয়েকটি এলাকায় রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে পিকেটিং করেছে নেতাকর্মীরা। হরতালকারীরা শহরের বাঙালের মোড় একটি পুলিশের গাড়ি ও একটি পিকআপে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হরতাল চলাকালে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। সকাল থেকে জেলার সবকটি প্রবেশপথে জামায়াতের শতশত নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করার চেষ্টা করছে।

এসবিডি নিউজ ডেস্ক