রাজধানীতে ৪০ হাজার চকলেট বোমা উদ্ধার

রাজধানীতে ৪০ হাজার চকলেট বোমা উদ্ধার

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর শের-ই-বাংলা নগর থানা এলাকায় গত মঙ্গলবার রাতে ৪০ হাজার পিস চকলেট বোমাসহ সাইফুল ইসলাম (৩০) ও গাড়ি চালক আনোয়ার হোসেন (৪২) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা চকলেট বোমাগুলো আতশবাজির জন্য বিক্রি হতো বলে গ্রেফতারকৃতরা জানিয়েছে। তবে পুলিশ ধারণা করছে, আতংক ছড়াতে চকলেট বোমাগুলো গোপনে পুরান ঢাকার একটি দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল।

শের-ই-বাংলা নগর থানার ওসি আব্দুল মোমিন জানান, মিরপুর-১ নম্বর থেকে রোকেয়া সরণী দিয়ে একটি পিকআপ ভ্যান ফার্মগেটের দিকে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে দিয়ে যাওয়ার সময় চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সন্দেহ হয়। তারা পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশি করলে ৪০ হাজার পিস চকলেট বোমা ও বিভিন্ন ব্র্যান্ডের ৫০১ পিস বারুদ (ফায়ার ওয়ার্কস) দেখতে পায়। মিরপুর-১ নম্বর গোলচক্কর থেকে জনৈক রফিকুল ইসলামের কাছ থেকে চকলেট বোমাগুলো আনা হয়েছিল। চকলেট বোমাগুলোর বাহক সাইফুল ইসলাম ও পিকআপ ভ্যানের চালক আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরকের মূল্য প্রায় ৮ লাখ টাকা। গ্রেফতারকৃতদের মধ্যে সাইফুল ইসলাম জানিয়েছেন, পুরান ঢাকার পাটুয়াটুলীর ফিরোজের দোকানে এই চকলেট বোমাগুলো পৌঁছে দেয়ার কথা ছিল। এগুলো ভারতের তৈরি। চকলেট বোমাগুলো একটি ট্রান্সপোর্ট কোম্পানির মাধ্যমে যশোর সীমান্ত এলাকা থেকে ঢাকায় আনা হয়।

বিশেষ প্রতিনিধি