আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশ খাদ্য স্বনির্ভরতা অর্জন করেঃ খাদ্য মন্ত্রী

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশ খাদ্য স্বনির্ভরতা অর্জন করেঃ খাদ্য মন্ত্রী

চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ খাদ্য মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশ খাদ্য স্বনির্ভরতা অর্জন করে। নির্বাচনী অঙ্গিকার পুরণে সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সবার আগে কৃষি পন্যের দাম কমিয়েছে এবং কৃষকদের উৎপাদিত পন্যের বাজার মুল্যে নিশ্চিত করেছে। এ কারনে দেশ আজ খাদ্যে স্বনির্ভর। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ চাল সহ অন্যান্য খাদ্য বিদেশে রপ্তানি করবে। তিনি ২৪ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিতব্য একটি বহুতল ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশস্থ জাপান দুতাবাসের রাস্ট্রদুত এইচ.ই.মিস্টার শিরো সাদোশিমা, খাদ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমাজউদ্দিন আহম্মেদ এমপি,ড.আকরাম হোসেন চৌধুরী এমপি, খাদ্য মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মিসেস মুসফিকা ইকফাত, জাইকার প্রধান প্রতিনিধি ড.তাকাও টোডা এবং বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ। খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, ১৯৬৭ সালে সান্তাহারে গম মজুদের জন্য ২৫ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন একটি  সাইলো নির্মান করা হয়েছিল। ওই সাইলোর পাশে পড়ে থাকা অবশিষ্ট ফাঁকা জায়গায় খাদ্য দীর্ঘমেয়াদী নিরাপদ রাখার লক্ষ্যে বহুতল বিশিষ্ট গুদাম নির্মান করা হচ্ছে। এতে প্রায় ২৬৪ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে। এরমধ্যে জাইকা দেবে ২০২ কোটি এবং বাকী ৬২ কোটি টাকা জোগান দেবে বাংলাদেশ সরকার। এটি নির্মানের কাজের দায়িত্ব পেয়েছে জাপানের শিমুজি কর্পোরেশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। নতুন করে নির্মান করা এই খাদ্য গুদামের ধারন ক্ষমতা হবে ২৫ হাজার মেট্টিক টন। এর মধ্য দিয়ে বগুড়ার সান্তাহার হতে যাচ্ছে দেশের সর্বোচ্চ খাদ্য মজুদাগার।

বিশেষ প্রতিনিধি