আত্মহত্যার ক্ষেত্রে ১৩ থেকে ১৯ বছর বয়স সবচেয়ে ঝুঁকিপূর্ণ!

আত্মহত্যার ক্ষেত্রে ১৩ থেকে ১৯ বছর বয়স সবচেয়ে ঝুঁকিপূর্ণ!

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রতি ২৫ জন কিশোর-কিশোরীর মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করে। আর আত্মহত্যা নিয়ে চিন্তা করে প্রতি আটজনের একজন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নতুন একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষকেরা বলেন, জীবনব্যাপী আত্মহত্যার চেষ্টা এবং এ নিয়ে চিন্তা করে এমন প্রাপ্তবয়স্কদের সমান হচ্ছে এই পরিসংখ্যান। তাই বলা যায়, আত্মহত্যার ক্ষেত্রে ১৩ থেকে ১৯ বছর বয়স সবচেয়ে ঝুঁকিপূর্ণ। গবেষক দলের সদস্য মনোবিদ ম্যাথু নক বলেন, ‘প্রাপ্তবয়স্কদের মতে, আত্মহত্যা নিয়ে প্রথম চিন্তা আসে বয়ঃসন্ধিকালে। তাই এ বয়সটা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।’ সাড়ে ছয় হাজার কিশোর-কিশোরীর সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। গবেষণার ফল প্রকাশ করেছে জেএএমএ সাময়িকী। গবেষণায় দেখা যায়, ১২ শতাংশ কিশোর-কিশোরী আত্মহত্যা নিয়ে চিন্তা করে। আত্মহত্যার পরিকল্পনা করে ৪ শতাংশ আর ৪ শতাংশ আত্মহত্যার চেষ্টা চালায়। আত্মহত্যার চেষ্টা কিংবা এ নিয়ে চিন্তা করে এমন প্রায় সব কিশোর-কিশোরই কোনো না কোনোভাবে মানসিক দিক দিয়ে অসুস্থ অথবা মাদকাসক্ত। গবেষণায় অংশ নেয়া অর্ধেকেরও বেশি কিশোর-কিশোরীর মধ্যে ইতিমধ্যে আত্মহত্যাজনিত আচরণ দেখা দিয়েছে। তারা চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। ম্যাথু নক বলেন, এটা একদিকে যেমন উৎসাহব্যঞ্জক, তেমনি হতাশারও। তিনি বলেন, ‘আমরা জানি না তাদের কীভাবে থামাব। আত্মহত্যাজনিত আচরণের প্রমাণভিত্তিক কোনো চিকিৎসা আমাদের হাতে নেই।’

সূত্রঃ রয়টার্স।

আন্তর্জাতিক ডেস্ক