১৬ জানুয়ারী সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল

১৬ জানুয়ারী সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল

জোনাকী হক,এসবিডি নিউজ24 ডট কমঃ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও মূল্য কমানোর দাবিতে ১৬ জানুয়ারী (বুধবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং বাম মোর্চা। এ সময় তারা রাজধানীর ১২টি পয়েন্টে পিকেটিং করবে।  ১৫ জানুয়ারী (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে বাম মোর্চার নেতারা এ তথ্য জানান।  সংবাদ সম্মেলনে জানানো হয়, পল্টন, শাহবাগ, মিরপুর-১০, মোহম্মদপুর, টিকাটুলি, কেরানীগঞ্জ, মালিবাগ, জিগাতলা, লালবাগ, খিলগাঁও, যাত্রাবাড়ী, গাবতলী এ ১২টি পয়েন্টে গণতান্ত্রিক বাম মোর্চার নেতাকর্মী, সমর্থকরা পিকেটিং করবেন।  লিখিত বক্তব্যে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘ফ্যাসিবাদী হামলা চালিয়ে লুণ্ঠনের পথ পরিষ্কার করা যাবে না। জনগণের গণতান্ত্রিক আন্দোলন আরও নতুন শক্তিতে বেগবান হবে। হরতালের মধ্য দিয়ে সরকারের টনক নড়বে। তা সত্ত্বেও যদি সরকার দাবি মেনে না নেয় তবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেয়া হবে।’ সংবাদ সম্মেলনে পুলিশকে গণতান্ত্রিক আন্দোলনের ওপর চোরাগোপ্তা হামলা বা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পিপার স্প্রে ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।  সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শামীম ইমাম, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, সমাজতান্ত্রিক দলের (বাসদ-মাহবুব) কেন্দ্রীয় নেতা মহিনউদ্দীন চৌধুরী প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি