বেগম জিয়ার গণসংযোগঃ হরতাল-অবরোধের আশঙ্কা

বেগম জিয়ার গণসংযোগঃ হরতাল-অবরোধের আশঙ্কা

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার গণসংযোগ ২৬ ডিসেম্বর (বুধবার)। সকালে গাবতলী থেকে যাত্রবাড়ী পর্যন্ত মহানগরীর মোট ছয়টি পথসভায় বক্তব্য দেয়া ছাড়াও বিভিন্ন স্থানে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এদিকে গণসংযোগ কর্মসূচি সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। কর্মসূচিতে বাধা না দিলে তাৎক্ষণিক কোনো কর্মসূচি দেবে না দলটি। আর বাধাপ্রাপ্ত হলে হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির ডাক দেবে প্রধান এই বিরোধী দল। নিদর্লীয় সরকারের দাবিতে জনমত গড়ার লক্ষ্যে ১৮ দলীয় জোটের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এই গণসংযোগ করছেন খালেদা জিয়া। একই সময়ে অন্য ৭টি নগরীতে গণসংযোগ করবেন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা। খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচিতে রাজধানীতে জনতার ঢল নামবে বলে আশা করছে বিএনপি। বুধবার সকাল সাড়ে ১০টায় গুলশানের বাসা থেকে রওনা দেবেন বিরোধীদলীয় নেতা। বেলা ১১টায় গাবতলীর পথসভা দিয়ে গণসংযোগের সূচনা হবে। দুপুর ১২টায় কাওরান বাজার, ১টায় যাত্রাবাড়ী, ২টায় সবুজবাগ, আড়াইটায় খিলগাঁও জোড়পুকুর খেলার মাঠ, ৩টায় বাড্ডার পথসভায় বক্তৃতা করবেন এবং বিকাল সাড়ে ৪টার দিকে বাসায় ফেরার কথা রয়েছে তার। িি.িনহঢ়ষরাব.পড়স সাইট থেকে বিরোধী জোটের এ কর্মসূচি সরাসরি দেখা যাবে। গণসংযোগ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি তুলে ধরে  মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সমন্বয়কারী তরিকুল ইসলাম বলেন, গণসংযোগ কর্মসূচিতে ঢাকা মহানগরীতে জনতার ঢল নামবে। জনগণ সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করবে। জনগণের চাপে সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে। কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজধানীতে ৬টি পথসভা হলেও মূলত ঢাকার গাবতলী, কাওরান বাজার, ডেমরা, সবুজবাগ এবং বাড্ডার পথসভায় বেগম খালেদা জিয়া বক্তৃতা করবেন এবং ধোলাইখালের পথসভায় শুভেচ্ছা বিনিময় করবেন।

বিশেষ প্রতিনিধি