দশম সংসদ নির্বাচনঃ ঢাকা মহানগরীর ভোটার প্রায় ৫৩ লাখ

দশম সংসদ নির্বাচনঃ ঢাকা মহানগরীর ভোটার প্রায় ৫৩ লাখ

সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ হালনাগাদ তালিকা অনুযায়ী দশম সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ভোটার ৫৩ লাখের কাছাকাছি দাঁড়াবে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ। গত সোমবার শেষ হয়েছে মহানগরীর ৯২টি ওয়ার্ড ও ডিসিসিভুক্ত ১৭টি ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের নিবন্ধন কার্যক্রম। ইসি সচিবালয়ের এই উপসচিব বলেন, হালনাগাদ কার্যক্রমে এ পর্যন্ত ডিসিসির দুই ভাগে ৩ লাখ ৬৫ হাজার ৪৬ জনের তথ্য সংগ্রহের পর ছবি তোলাসহ নিবন্ধন সম্পন্ন হয়েছে। বর্তমান তালিকায় মহানগরীর ভোটার সংখ্যা ৪৮ লাখ ৩৭ হাজার ৬৮৩ জন। ২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর নবম সংসদের আগে ডিসিসিতে মোট ভোটার ছিল প্রায় ৩৬ লাখ। পরে হালনাগাদ তালিকায় ভোটার সংখ্যা বাড়ে। মিহির সারওয়ার জানান, এবারো হালনাগাদ তালিকার খসড়া প্রকাশের পর দাবি আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা হবে। জানুয়ারির মধ্যে এ কার্যক্রম শেষ হতে পারে। দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১০ মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শুরু করে ইসি। হালনাগাদ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হলেও ১৮ বছর বয়সীরা নিয়ম মেনে ভোটার হওয়ার আবেদন করতে পারবে। ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এম আসাদুজ্জামান জানান, ৩ ডিসেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে এবার প্রায় ৭০ লাখ ভোটারের তথ্য সংগ্রহ করা হয়। বর্তমান ভোটারের সঙ্গে হালনাগাদ ভোটার যুক্ত হয়ে আগামী নির্বাচন হবে। সে হিসাবে, দেশে মোট ভোটার দাঁড়াবে ৯ কোটি ২০ লাখের বেশি। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, আগস্টের মধ্যে পুরো ভোটার তালিকা নির্বাচনের জন্য উপযোগী করা হবে। বর্তমানে প্রায় সাড়ে আট কোটি ভোটার তালিকাভুক্ত রয়েছে।

বিশেষ প্রতিনিধি