১২ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ ।। ১৩ ডিসেম্বর আধা বেলা হরতাল

১২ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ ।। ১৩ ডিসেম্বর আধা বেলা হরতাল

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন না দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদে ও বুধবারের মধ্যে মুক্তি না দিলে ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সারা দেশে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের হরতালের ডাক দিয়েছে বিএনপি। ১১ ডিসেম্বর (মঙ্গলবার) হরতাল শেষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া ১২ ডিসেম্বর (বুধবার) সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। এমকে আনোয়ার বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে অসত্য বানোয়াট মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি। অন্যথায় এজন্য যে পরিস্থিতির সৃষ্টি হবে তার দায় সরকারকে বহন করতে হবে।’ তিনি আরও জানান, আজকের হরতাল চলাকালে সারাদেশে বিএনপির ১ হাজার ১০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আহত হয়েছে ৮৪৭ জন। সোমবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ১ হাজার ২২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া ৯৪৭ জন আহত ও ২৫ হাজারের বেশি নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে। একই সময় জামায়াতের ১৫০ জনকে আটক ও ৫০ জন আহত হয়েছে বলে জানান তিনি।

বিফিংয়ে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী আহমেদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থনীতিবিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী সোহেল প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি