পরলোকে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ

পরলোকে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। ১০ ডিসেম্বর (সোমবার) সকালে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহম্মেদ জানান, আজ সকাল ১০টা ৪০ মিনিটে তাঁর বাবা শেষনিশ্বাস ত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইয়াজউদ্দিন আহম্মেদের ঘনিষ্ঠ সহকর্মী ও সাবেক ছাত্র এস এম এ ফায়েজ বলেন, ‘ভোর পাঁচটার দিকে তিনি (ইয়াজউদ্দিন) ডিপ কোমায় চলে যান। সাড়ে ১০টার দিকে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ইয়াজউদ্দিন আহম্মেদের শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর কিডনিতে জটিলতা দেখা দিলে গত ৪ নভেম্বর তাঁর অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইয়াজউদ্দিন আহম্মেদ গত বছরের আগস্ট মাসে অসুস্থ হয়ে পড়লে সেপ্টেম্বরে তাঁকে থাইল্যান্ডে নেয়া হয়। চিকিত্সা শেষে দেশে ফেরেন তিনি। আবার অসুস্থ বোধ করলে চার মাস আগে তাঁকে পুনরায় থাইল্যান্ডে নেয়া হয়। এর আগে ২০০৬ সালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ইয়াজউদ্দিন আহম্মেদ বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে রাষ্ট্রপতি ছিলেন।

নিজস্ব প্রতিনিধি