না ফেরার দেশে মুক্তিযুদ্ধের সংগঠক খান সারওয়ার মুরশিদ

না ফেরার দেশে মুক্তিযুদ্ধের সংগঠক খান সারওয়ার মুরশিদ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং মুক্তিযুদ্ধের সংগঠক খান সারওয়ার মুরশিদ আর নেই। ৮ ডিসেম্বর (শনিবার) বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহি…রাজিউন) করেছেন। খান সারওয়ার মুরশিদের ছোট মেয়ে শারমীন মুরশিদ বিকেলে এ খবর নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১৮ অক্টোবর থেকে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কৃত্রিম ব্যবস্থায় শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও উপাচার্য খান সারওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।  ২০১০ সালে  বিশিষ্ট এ সাহিত্যিক বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। মুজিব নগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্যও ছিলেন তিনি। স্বাধীনতার পর তিনি পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। খান সারওয়ার মুরশিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান। বর্তমানে এর পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন তিনি। তাঁর স্ত্রী নূরজাহান মুরশিদ বঙ্গবন্ধু সরকারের প্রতিমন্ত্রী ছিলেন।

খান সারওয়ার মুরশিদ এর প্রয়াণে এসবিডি নিউজ24 ডট কম পরিবার গভীর শোক প্রকাশ করছে।

নিজস্ব প্রতিনিধি