অনুমতি না নেয়ায় ৩ ডিসেম্বর সমাবেশ করতে পারবে না জামায়াত

অনুমতি না নেয়ায় ৩ ডিসেম্বর সমাবেশ করতে পারবে না জামায়াত

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না নেয়ায় ৩ ডিসেম্বর (সোমবার) সমাবেশ করতে দেয়া হবে না জামায়াতে ইসলামীকে। ২ ডিসেম্বর (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সমাবেশ করতে না দেয়ার কারণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রচলিত আইনে রাজধানী ঢাকায় সভা-সমাবেশ করতে হলে যেকোনো দলকেই ডিএমপির অনুমতি নিতে হবে। তিনি বলেন, ‘কিন্তু আমার জানামতে, তাঁরা এখন পর্যন্ত ডিএমপির কমিশনারের কাছে কোনো আবেদন করেননি। যেহেতু তাঁরা অনুমতি নেননি সেহেতু সমাবেশ বেআইনি।’
এদিকে জামায়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দিয়েছে বলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের অভিযোগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীসহ দেশের সব নাগরিককে হুমকি দেয়া অপরাধ। সব নাগরিকের জীবন রক্ষা করা সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। সরকার বিষয়টি দেখবে বলে তিনি জানান।

উল্লেখ্য, জামায়াত গত ২৯ নভেম্বর জানায়, রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর সড়কে ৩ ডিসেম্বর (সোমবার) তারা সমাবেশ করবে। গত ৩০ নভেম্বর প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা জানা গেছে। ওই প্রতিবেদনে জামায়াতের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম দাবি করেন ‘আমরা বরাবরই ঘোষণা দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কিন্তু গত দুই বছর ধরে এ ক্ষেত্রে পুলিশের কাছে অনুমতি চেয়েও পাইনি। এবার আশা করছি, তাঁদের সহযোগিতা পাব।’

নিজস্ব প্রতিনিধি