আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্টের শ্রমমন্ত্রী

আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্টের শ্রমমন্ত্রী

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডের পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে সহায়তা দেয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী হিল্ডা এল সোলিস। ৩০ নভেম্বর (শুক্রবার) দেয়া এক বিবৃতিতে বাংলাদেশের পোশাকশিল্পে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেয়ার নিশ্চয়তা দেন তিনি। হিল্ডা এল সোলিস বলেন, কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা নিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত মার্কিন শ্রম মন্ত্রণালয়। ওয়াশিংটন থেকে ইস্যু করা ওই বিবৃতিতে বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের নিরাপত্তার তাগিদ দেয়া হয়েছে ও তাদের দাবি-দাওয়ার প্রতি সমর্থন জানানো হয়েছে। বিবৃতিতে তাজরিন ফ্যাশন লিমিটেডের অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মার্কিন শ্রমমন্ত্রী। বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ডবিস্নউ ড্যান মজিনা ও আমি বাংলাদেশের জনগণ ও যেসব পরিবার তাদের স্বজনদের হারিয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। অগ্নিকান্ডের ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছেন হিল্ডা এল সোলিস।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনস লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১১২ জন নিহত হন।

বিশেষ প্রতিনিধি