বগুড়ার নন্দীগ্রামে জমি নিয়ে সংঘর্ষঃ নিহত ১, আহত ১১

বগুড়ার নন্দীগ্রামে জমি নিয়ে সংঘর্ষঃ নিহত ১, আহত ১১

চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার নন্দীগ্রামের বর্ষন গ্রামে ২৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে হায়দার আলী (৪০) নামে একজন রাতে শজিমেক হাসপাতালে মারা গেছেন। আহত ১১ জন চিকিৎসাধীন রয়েছে। বিকালে হাসপাতালে ক্ষমতাসীন দলের ক্যাডাররা একটি পক্ষের হয়ে প্রতিপক্ষকে মারপিট করে। খবর পেয়ে সদর থানা পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা ৫টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও বাইকগুলো উদ্ধার করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন, ওই গ্রামের আবু জাফরের ছেলে শাহজাহান আলী, তার স্ত্রী হেলেনা বেগম, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী রেহেনা খাতুন, মৃত আবদুল কাদেরের ছেলে শামছুর রহমান, তার ছেলে শাহিন আলম, লিটন, মৃত রফিকুল ইসলামের ছেলে দুলাল হোসেন, ইসমাইল হোসেনের ছেলে আবদুল আলিম, শামছুর রহমানের স্ত্রী হোসনে আরা ও আবদুর রহিমের ছেলে টিপু।

বিশেষ প্রতিনিধি