সংকটময় অবস্থা থেকে মুক্তির আশায় টনি হলকে বিবিসি’র মহা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হলো

সংকটময় অবস্থা থেকে মুক্তির আশায় টনি হলকে বিবিসি’র মহা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হলো

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ কয়েক সপ্তাহের সংকটময় অবস্থা থেকে নতুন মহা পরিচালক নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে উত্তরণের পথে আসলো বিবিসি। নতুন মহা পরিচালক হলেন টনি হল। ২২ নভেম্বর (বৃহস্পতিবার) বিবিসি টনি হলকে নিয়োগ দেন। সংবাদ সম্মেলন করে নিয়োগপ্রাপ্ত টনি হল জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে বিবিসি যে সংকটময় সময় পার করছে তা থেকে দ্রুতই বের হয়ে আসা সম্ভব। বিবিসির অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।

বিবিসিতে যোগ দেয়ার আগে টনি হল লন্ডনের শিল্পকলার প্রাণকেন্দ্র রয়েল অপেরা হাউজের প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন। এ ছাড়া ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বিবিসির বার্তাপ্রধানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানে ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড ম্যাক আলপাইনের বিরুদ্ধে শিশুদের প্রতি যৌন হয়রানির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনের সত্যতা নিয়ে বিতর্কের ঝড় উঠলে বেকায়দায় পড়ে বিবিসি। এর জের ধরে পদত্যাগ করেন সাবেক মহাপরিচালন জর্জ এন্টউইসল। তাঁর পদত্যাগের ৫৪ দিন পর গতকাল নতুন মহাপরিচালক হিসেবে টনি হলকে নিয়োগ দেয়া হয়।

আন্তর্জাতিক ডেস্ক