নওগাঁর মান্দায় ১০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ১

নওগাঁর মান্দায় ১০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ১

আব্বাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁর মান্দায় আবুল কালাম (৩০) নামে জাল টাকা প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার  করেছে থানা পুলিশ। আটক কালাম উপজেলার বর্দ্দপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
রবিবার বেলা ১১ টার সময় মৈনম বাজারে উত্তর পার্শ্বে চার লাখ টাকার বিনিময়ে এগার লাখ টাকার লেনদেন করার সময় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ আন্তর্জাতিক প্রতারক চক্র ও জাল টাকার ব্যবসায়ির একজনকে গ্রেফতার করে এবং অন্যরা পালিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ  আব্দুল্লাহেল বাকী জানান, একটি প্রতারক চক্র চার লাখ টাকার বিপরীতে দশ লাখ জাল টাকা অন্য একটি চক্রের কাছে হস্তান্তর করছে এমন সংবাদে ভিত্তিতে থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম শহীদ সঙ্গীয় ফোর্সসহ সাদা পোষাকে মৈনম বর্দ্দপুর এলাকায় অবস্থান নেয়। প্রতারক চক্রটি টাকা বিনিময়ের সময় পুলিশ আবুল কালাম নামে চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে এস আই সহিদ জানান। ওসি আরো জানান, চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকা দেয়ার নামে প্রতারনার ব্যবসা চালিয়ে আসছিল। ঘটনায় থানায় মামলা হয়েছে।

এসবিডি নিউজ ডেস্ক