কেশবপুরে পাচারকারী চক্রের সদস্য এক গ্রেফতার

কেশবপুরে পাচারকারী চক্রের সদস্য এক গ্রেফতার

মিজানুর রহমান,কেশবপুর,প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যশোরের কেশবপুর থানা পুলিশ সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, কেশবপুরের মধ্যকুল গ্রামের অষ্টম শ্রেনীর ছাত্রী তানিয়া খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঈদের দিন বাড়ি থেকে নিয়ে ভারতে পাচার করে। মেয়ে বাড়ি ফিরে না আসায় তার পিতা রফিকুল ইসলাম কেশবপুর থানায় একটি জিডি করেন। গত ৭ নভেম্বর কিশোরী ভারত থেকে তার চাচ তো ভাই জাকির হোসেনকে মোবাইল ফোনে জানায় যে, তাকে উপজেলার বায়শা গ্রামের গোপাল রায়ের পুত্র তরুন রায়(২৩) ফুসলিয়ে ভারতে এনে বিক্রি করেছে। বর্তমানে তাকে ভারতের মুম্বাইয়ে আটকিয়ে রেখেছে। এ খবর পেয়ে  কিশোরীর  পিতা রফিকুল ইসলাম কেশবপুর থানায় মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলা করেন যার নম্বর -৪ তারিখ ৭/১১/১২। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলী আকবর বুধবার রাতে শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তরুন রায়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তরুন রায় জানায় ,বুড়িহাটি গ্রামের রবিউল ইসলাম তাকে শিশু ও কিশোরী পাচারের ব্যবসার প্রস্তাব দেয়। সে অনুযায়ী তরুন তার বন্ধু নাজমুলকে বিষয়টি জানালে সে তানিয়ার সাথে প্রেমের অভিনয় করে। ঘটনার দিন হাবাসপোল গ্রামের নাজমুলের বাড়িতে যায় তানিয়া খাতুন। এখান থেকে রবিউল ও তরুন রায় তানিয়াকে নিয়ে ভারতে চলে যায়। সেখানে রেখে তরুন ফিরে আসে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, ঘটনাটি সংঘবদ্ধ নারী পাচার কারীরা ঘটিয়েছে। থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসবিডি নিউজ ডেস্ক