খালেদ হোসাইন এর ফাল্গুনের কবিতা

খালেদ হোসাইন এর ফাল্গুনের কবিতা

ফাল্গুন আসবেই এ দেশে

খালেদ হোসাইন

 

তুমি ভালো থাকো আর না-থাকো

ফাল্গুন আসবেই এ দেশে।

ফুল যদি ঝরে যায়, নদী যদি মরে যায়

ফাল্গুন আসবেই এ দেশে।

 

আলো যদি নিভে যায়, অাঁধি যদি ছেয়ে যায়

ফাল্গুন আসবেই এ দেশে।

তুমি যদি না-ও চাও, তিল-তিসি না-ও দাও
ফাল্গুন আসবেই এ দেশে।

 

তুমি বেঁচে থাকো আর না-থাকো

ফাল্গুন আসবেই এ দেশে।

রঙ যদি মুছে যায়, স্বপ্নেরা ঘুচে যায়

ফাল্গুন আসবেই এ দেশে।

 

যদি সুর উবে যায় চাঁদ-তারা ডুবে যায়

ফাল্গুন আসবেই এ দেশে।

হয়তো সে হাসবে না, আর ভালোবাসবে না

হয়তো আসবে কেঁদে কেঁদে সে।

ফিচার সম্পাদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।