নওগাঁয় ৬৯০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা

নওগাঁয় ৬৯০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা

আব্বাস আলী, নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁ জেলায় এ বছর মোট ৬৯০ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসবের আয়োজন চলছে। ইতোমধ্যে এসব মন্ডপে সাজসজ্জার প্রস্তুতিও শেষ হয়েছে। আগামীকাল শনিবার থেকে শ্রীশ্রীশারদীয় ষষ্ঠ্যাদি কল্পারম্ভ  প্রশস্তা। শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠী বিহিত পূজা। সায়ং কালে দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস।
নওগাঁর পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান জানিয়েছেন এ বছর ইতোমধ্যে শান্তিপূর্ণ পূজা উদযাপনের নিরাপত্তামূলক সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার পূজা উৎসব কমিটি সূত্রে জানা গেছে, উপজেলা ভিত্তিক পূজা মন্ডপের সংখ্যা হচ্ছে নওগাঁ পৌরসভার ৫০ টিসহ সদর উপজেলায় ১০২ টি, নিয়ামতপুর উপজেলায় ৫৮ টি, সাপাহার উপজেলায় ১৩ টি, ধামইরহাট উপজেলায় ২৫ টি, আত্রাই উপজেলায় ৪৪ টি, বদলগাছি উপজেলায় ৭৮ টি, রানীনগর উপজেলায় ৪০ টি, মহাদেবপুর উপজেলায় ১৩৫ টি, মান্দা উপজেলায় ১১১ টি, পতœীতলা উপজেলায় ৬৬ টি এবং পোরশা উপজেলায় ১৮ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং নওগাঁ সদর মডেল থানায় পৃথক পৃথকভাবে পূজা উদযাপন কমিটির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসবিডি নিউজ ডেস্ক