বগুড়ায় ডিবি পুলিশের হাতে প্রতারক গ্রেফতার

বগুড়ায় ডিবি পুলিশের হাতে প্রতারক গ্রেফতার

চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার শহিদুলকে দুবাই থেকে গ্রীসে পাঠানোর নামে অপহরণ করে মুক্তিপণ ২ লাখ টাকা আদায়েরর অভিযোগে চাঁদপুর থেকে ওমর ফারুক নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শহিদুল ইসলাম দীর্ঘ ৪ বছর যাবত দুবাইয়ে কাজ করছে। বেশ কিছুদিন থেকে বাংলাদেশী কয়েকজন প্রতারক তারে গ্রীসে ভালো কাজ দেয়ার কথা বলে ৩ লাখ টাকায় মৌখিক চুক্তি করে। এরপর প্রতারক রশিদ শহিদুলকে ইরানে নিয়ে গিছে শারীরিক ভাবে নির্মম নির্যাতন করে এবং তার চিৎকার ও কান্নার শব্দ মোবাইরের মাধ্যমে বাবা-মা ও পরিবারের সদস্যদের শোনায়ে আরো ৫ লাখ টাকা দাবি করে। তখন পরিবারের সদস্যরা ২ লাখ টাকা এসএ পরিবহনের মাধ্যমে চাঁদপুরে পাঠায়। ১৮ দিন পরেও যখন শহিদুলের কোন খোজ পাওয়া যায়নি তখন একথা ডিবি পুলিশকে জানায় পরিবারের সদস্যরা। এরপর ডিবি পুলিশ একটি ফাঁদ পেতে এসএ পরিবহনের মাধ্যমে কিছু টাকা পাঠিয়ে চাঁদপুর শাখায় অবস্থান করে। টাকা তুলতে এলে পুলিশ ওমর ফারুক নামের এক প্রতারককে গ্রেফতার করে। পরে সে পুলিশকে জানায় তার ২ মামা রশিদ ও জসিমদ্দিন দুবাইয়ে এভাবে প্রতারনা করে বাংলাদেশীদের সাথে। এদের সবার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে।

বিশেষ প্রতিনিধি