নিরুত্তাপ হরতাল, চট্টগ্রামে বাসে আগুন, আটক ৪০

নিরুত্তাপ হরতাল, চট্টগ্রামে বাসে আগুন, আটক ৪০

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিক্ষিপ্ত পিকের্টিং ও পুলিশের কড়া নজরদারির মধ্য দিয়ে পালিত হয়েছে ইসলামি দলগুলোর ডাকা হরতাল। হরতালে রাজধানীতে পিকেটারদের তেমন তৎপরতা না থাকলেও কয়েকটি স্থানে তারা মিছিল করার চেষ্টা করে। কাজীপাড়ায় পিকেটাররা গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ একজনকে আটক করেছে। এছাড়া মিরহাজিরবাগে মিছিল বের করা চেষ্টা করলে সেখান থেকে ৪০ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রামে পিকেটাররা বিআরটিসির একটি আগুন দেয়। সেখানে বেশ কিছু গাড়িও ভাঙচুর করা হয়। রাজধানীতে পল্টন, মতিঝিল, গুলিস্তান, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, প্রেসক্লাব, ইত্তেফাক মোড় ও বায়তুল মোকাররমেও এখন পর্যন্ত হরতালের সমর্থনে কোন ধরনের তৎপরতা লক্ষ্য করা যায়নি। এদিকে ভোর থেকেই কিছু কিছু গণপরিবহন চলতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচলও বেড়েছে এমনটাই লক্ষ্য করা গেছে। তবে প্রাইভেট কার বা ব্যক্তিগত কোন ধরনের যান চলতে দেখা যায়নি।

নিজস্ব প্রতিনিধি