সাতক্ষীরার সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত

সাতক্ষীরার সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সাতক্ষীরার বৈকারী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। নিহতের নাম আতাউর রহমান সরদার (৩০)।  সে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে।

এলাকাবাসী ও বিজিবি সুত্র জানায়, ১২ আগষ্ট (রোববার) সকাল সাড়ে ৯ টার দিকে আতাউরকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গোবদহ বিএসএফ’র জোয়ানরা গুলি করে হত্যা করে। এরপর থেকে ভারত ভুখন্ডের মধ্যে তার মৃত দেহ পড়েছিল। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, তার লাশ পড়ে থাকতে দেখে বিজিবি বিএসএফ এর কাছে তার লাশ ফেরত চেয়ে পত্র দেয়।

বিকেল সাড়ে ৫ টায় বৈকারী সীমান্ত দিয়ে তার লাশ হস্তান্তর করে বিএসএফ। এ সময় বৈকারী বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার গিয়াস ও ভারতের স্বরুপনগর থানার এস আই এসএন সিং ও সাতক্ষীরা সদর থানার এস আই জুলফিকার আলী উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য প্রিন্স ও নিহতের ভাই তার লাশ সনাক্ত করেন।

এসবিডি নিউজ ডেস্ক