শিল্পপ্রতিষ্ঠানে বর্ধিত মূল্যে লোডশেডিং ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে

শিল্পপ্রতিষ্ঠানে বর্ধিত মূল্যে লোডশেডিং ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে

জাহিদ হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ শিল্পপ্রতিষ্ঠানে লোডশেডিং ছাড়া যাঁরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে চান, তাঁদের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করেছে। নতুন এই গ্রাহকদের নাম দেয়া হয়েছে ‘কিউ’ শ্রেণীর গ্রাহক। আগামী ১ জুন থেকে এই দাম কার্যকর হবে।

২৮ মে (সোমবার) বিকেলে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

যেসব শিল্পপ্রতিষ্ঠান ১১ কেভি লাইন থেকে বিদ্যুৎ নেবে, তাদের প্রতি ইউনিটের দাম গুনতে হবে ১৪ টাকা ৯৯ পয়সা। ৩৩ কেভি থেকে নিলে ১৪ টাকা ৪৫ পয়সা। ৩২ কেভি লাইন থেকে নিয়ে ১৩ টাকা ৮৮ পয়সা। নিরবচ্ছিন্ন বিদ্যুয়ের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শিল্পাঞ্চলে আলাদা লাইনের সংযোগ দেবে। শিল্পাঞ্চলের বাইরে কেউ সংযোগ নিতে চাইলে তাকে আলাদা লাইন করার খরচ দিতে হবে। একটি সরকারি ও সাতটি বেসরকারি মোট আটটি ফার্নেস তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে।

উল্লেখ্য, পিডিবি শিল্পপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য এই বাড়তি দাম নির্ধারণ করতে চলতি মাসের শুরুর দিকে বিইআরসির কাছে আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে বিইআরসি এই ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিনিধি