নওগাঁর মহাদেবপুরে শেয়ালের ফাঁদের বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে দুই যুবকের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে শেয়ালের ফাঁদের বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে দুই যুবকের মৃত্যু

আববাস আলী, নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নওগাঁর মহাদেবপুরে খিরা ক্ষেতে শেয়ালের ফাঁদের বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুরে শেয়াল মারার জন্য খিরা ক্ষেতের চারদিকে ঘিরে দেয়া খোলা বিদ্যুতের তারে জড়িয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। থানা পুলিশ মঙ্গলবার দুপুরে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।। মহাদেবপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোপী গ্রামের সুধির মন্ডলের ছেলে সালেম উদ্দিন মন্ডল দীর্ঘদিন ধরে তার শ্বশুড়বাড়ী সিদ্দিকপুর গ্রামে বসবাস করতো। সেখানে তার লাগানো খিরা ক্ষেতে শেয়ালের খিরা কাওয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেয়ালের ফাঁদ হিসাবে ক্ষেতের চারদিকে বিদ্যুতের খোলা তার দিয়ে ঘিরে রাখলেও গ্রামবাসীদের কিছুই জানায় নি। সোমবার দিবাগত গভীর রাতে পার্শ্ববর্তী বকাপুর গ্রামের মৃত বয়তুলাহ মন্ডলের ছেলে আমজাদ হোসেন (২৫) ও এনামূল হকের ছেলে  শাহিন মন্ডল (২৪) ওই ক্ষেতে খিরা খেতে গেলে তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সকালে সালেম ও তার লোকেরা বিষয়টি জানতে পেরে লাশ দুটি সেখান থেকে তুলে ১০০ গজ দূরে নিয়ে গিয়ে তার একটি ডোবার পারে ফেলে রাখে। সকাল ৯ টার দিকে গ্রামবাসীরা লাশ দুটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহত শাহীনের পিতা বাদী হয়ে ক্ষেতের মালিক সালেম সহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এসবিডি নিউজ ডেস্ক