গোয়াইনঘাটে ১৪৪ ধারা জারি

গোয়াইনঘাটে  ১৪৪ ধারা জারি

সুমন দে, সিলেট প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সিলেটের গোয়াইনঘাটে জমিয়তে ওলামায়ে ইসলামের অঙ্গ সংগঠন জমিয়তুত তালাবার দুটি ও ছাত্র জমিয়তসহ ৩টি সংগঠনের উদ্যোগে একই স্থানে একই সময়ে সম্মেলনের আহবান করায় ১৪৪ ধারা জারী করা হয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মেলন স্থলসহ উপজেলা সদরে এ আদেশ কার্যকর থাকবে। এতে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। কমিটির নেতৃবৃন্দ একে অপরের বিরোদ্ধে পাল্টা পাল্টি বক্তব্য প্রদান করছেন।

অপরদিকে রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরীর উদ্যোগে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলেও কার্যত কোন সমাধান হয়নি। উভয় পক্ষ সমঝোতা বিষয় কোন সিদ্ধান্ত না মেনে নেওয়ায় সমঝোতা বৈঠক থেকেই ইউএনও ইফতেখার আহমেদ চৌধুরী ঘটনাস্থলে ১৪৪ ধারা জারীর নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ওসি গোয়াইনঘাট মোকসেদুল মোমিন, উপজেলা জমিয়তের সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন, সাংগঠনিক হাফিজ তাজুল ইসলাম, জমিয়তুত্তোলাবর একাংশের সভাপতি মাওলানা সিফত উল্লাহ, ছাত্র জমিয়ত উপজেলা সভাপতি মাওলানা রফিক আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারী মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

উল্লেখ্য, সোমবার দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে জমিয়তে ওলামার অঙ্গ সংগঠন জমিয়তুত তালাবার দু’টি ও ছাত্র জমিয়তসহ ৩টি সংগঠনের উদ্যোগে একই স্থানে একই সময়ে সম্মেলনের আহবান করে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী জানান, আমি বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে উভয় গ্রুপের নেতৃবৃন্দকে নিয়ে সমঝোতা বৈঠকে বসেছিলাম। কিন্তু কোন পক্ষ সমঝোতা মানতে রাজি না হওয়ায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়াইনঘাট উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছি।

এসবিডি নিউজ ডেস্ক