চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল ।। আহত ২০, গ্রেফতার ৩০

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল ।। আহত ২০, গ্রেফতার ৩০

জালালউদ্দিন সাগর, চট্রগ্রাম প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চারদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের দ্বিতীয় দিনে বন্দর নগরী চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল ছলছে। ছোট-খাট বিচ্ছ্বিন্ন কিছু ঘটনা ছাড়া হরতালকে ‘শান্তিপূর্ণ হরতাল’ বলে দাবী করেছে মহানগর বিএনপি।

চট্টগ্রাম মহানগর বিএনপি’র বেশ কয়েকজন নেতার দাবী ,‘পুলিশ দফায় দফায় তাদের উপড় হামলা চালিয়েছে। এত বিএনপি’র ৩০ নেতা কর্মী আহত হয়।’ এদিকে হরতালের দায়ীত্ব পালনরত সিএমপি’র পুলিশ কর্মকতাদের সাথে আলাপ করে জানা গেছে, চারদলের নেতা কর্মীরা মিছিলের নামে গোলোযোগ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশের উর্ধতন কর্মকর্তা এসি ডিবি তানভির এসডিবি নিউজ24 ডটকম কে জানান, পুলিশ শান্তিপূর্ণ কোন কর্মসূচীতে বাঁধা দিবেনা, তবে শান্তিপূর্ণ  কর্মসূচীর নামে যে কোন অপ্রীতিকর অবস্থা মোকাবেলার জন্য পুলিশ প্রস্ত্তত।

এদিকে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের দ্বিতীয় দিনেও চট্টগ্রাম নগররী ছিলো শান্ত। শহরের অভ্যন্তরিণ রাস্তা গুলোতে কোন বাস, ট্রাক না চললেও অবাধে চলাচল করেছে রিক্সা-টেম্পু। ইস্পাহানী মোড়, কাজীর দেউড়ী, বাকলিয়াতে বিচ্ছিন্ন কিছু ঘটনায় পুলিশ বিএনপি’র ৩০ নেতাকর্মীকে আটক করেছে।

উল্লেখ্য, বিএনপি’র সিলেট জেলা সভাপতি এম ইলিয়াছ আলী’র নিখোজ হওযার পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ‘ইসু’ বিহীন বিএনপি, ইলিয়াছ আলীর গুম হওয়াটাকে রাজনৈতিক ইসু হিসেবে ব্যাবহার করার  চেষ্টা করছে।  এরিমধ্যে বিএনপি’র শীর্ষস্থানীয় নেতাদের লাগাতার হরতালের ঘোষনা পিএনপির রাজনৈতিক মাঠ গরমের ইঙ্গিত  বলে মনে করছেন বিশ্লেষেকরা।

এসবিডি নিউজ ডেস্ক