জাবিতে চলছে উপাচার্যবিরোধী শিক্ষকদের ধর্মঘট

জাবিতে চলছে উপাচার্যবিরোধী শিক্ষকদের ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী শিক্ষকেরা ৬ দিনের ধর্মঘট শুরু করেছে। ক্লাস বর্জন করে সকাল থেকেই উপাযার্চের কার্যালয় অবরোধ করে রেখেছেন শিক্ষকরা। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যপন্থি শিক্ষকরা ক্লাস নিচ্ছেন।

এর আগে গত ১-৫ এপ্রিল একই দাবিতে ৫ দিনের আন্দোলন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এছাড়া উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৭ ও ২৮ মার্চ ধর্মঘট পালন করে শিক্ষক সমাজ।

ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, উপাচার্য প্যানেল নির্বাচন, অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধসহ সাতদফা দাবিতে এ আন্দোলন চালিয়ে আসছেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘শিক্ষক সমাজ’ ব্যানারে উপাচার্যবিরোধী শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন।

নিজস্ব প্রতিনিধি