২৪ মে ডিসিসি নির্বাচন।।ঢাকার দুই ভাগে প্রায় ৪০ লাখ ভোটার

২৪ মে ডিসিসি নির্বাচন।।ঢাকার দুই ভাগে প্রায় ৪০ লাখ ভোটার

সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকার দুই সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৪ মে ঢাকা উত্তর ও দক্ষিণে সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হবে। ৯ এপ্রিল (সোমবার) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঢাকার দুই ভাগে প্রায় ৪০ লাখ ভোটার রয়েছে।

প্রসঙ্গত, ২০০২ সালের এপ্রিলে সর্বশেষ অবিভক্ত ডিসিসি’র নির্বাচন হয়। ২০০৭ সালে এর মেয়াদ উত্তীর্ণ হলে শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি বেশ ক’বার নির্বাচনের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়।  ২০১১ সালের ৩০ নভেম্বর ডিসিসিকে উত্তর ও দক্ষিণ করে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংসদে পাস হয়। এসময় ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা ছিল।  কিন্তু বিদায়ী ইসি তাতে অপারগতা প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় নির্বাচন করার সময় বাড়িয়ে ১৮০ দিন তথা মে পর্যন্ত করা হয়।

সিইসি কাজী রকিব ইতোমধ্যে জানান, নির্ধারিত সময়ের আগেই ডিসিসি’র নির্বাচন হবে।

আইন অনুযায়ী, ২৯ মে’র মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

বিশেষ প্রতিনিধি