বিপুল ভোটের ব্যবধানে সু চি’র জয়

বিপুল ভোটের ব্যবধানে সু চি’র জয়

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ১ এপ্রিল (রোববারের) উপনির্বাচনে সু চি বিপুল ভোটের ব্যবধানে তার দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে দেশটির বাণিজ্যিক রাজধানী রেঙ্গুনের দক্ষিণে কাওমু আসনে জয়লাভ করেছেন বলে এনএলডির সদরদপ্তর থেকে দাবি করা হয়েছে।

ইতিমধ্যে সু চির শতাধিক সমর্থক তার জয়লাভের খবর পেয়ে উল্লাস করছে ও স্লোগান দিচ্ছে বলে জানা গেছে। তারা বাকি আসনগুলোতেও সুচি জয়লাভ করবে বলে আশা প্রকাশ করছে। উপনির্বাচনে মোট ৪৫টি আসনে লড়াই হচ্ছে। সু চির পার্টির ৪৪টি আসনে প্রার্থী দিয়েছে।

শান্তিতে নোবেলজয়ী সুচিকে ১৯৮৯ সাল থেকে দেশটির সামরিক জান্তা গৃহবন্দি করে রাখে। ২০১০ সালে নভেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ সাধারণ নির্বাচনের পর সু চি মুক্তি পান। ওই নির্বাচনে সেনা সমর্থিত ইউএসডিপি অধিকাংশ আসনে জয়ী হলে তারাই সরকার গঠন করে।

চলতি উপনির্বাচন নিয়ে নানা অভিযোগ থাকলেও সুচি এতে প্রতিদ্বন্দিতা করছেন। এই নির্বাচনে বিজয়ী হলে তার দল দীর্ঘ ২২ বছর পর পার্লামেন্ট বসবে।

আন্তর্জাতিক ডেস্ক