৩০ মার্চ থেকে অনলাইনে টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে

৩০ মার্চ থেকে অনলাইনে টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। ৩০ মার্চ থেকে অনলাইনে এ টিকিট ক্রয় করতে পারবেন বিশ্বব্যাপি দর্শকরা । এক্ষেত্রে দর্শক এ টিকিট ক্রয়ের রসিদ দেখিয়ে বক্স অফিস থেকে পরে খেলার মূল টিকিট গ্রহণ করবেন। বিতরণের জন্য বিশ্বকাপের টিকিট বঙ অফিসে উঠবে আগামী ১লা আগষ্ট ।  সুপার-এইট, সেমিফাইনাল ও ফাইনাল খেলার একসঙ্গে চারটির বেশি টিকিট কেনা যাবে না। তবে গ্রুপ পর্বের প্রতি খেলায় চাইলে সর্বোচ্চ ৬টি টিকিট কিনতে পারবেন একজন দর্শক। এশিয়ায় টি-২০’র প্রথম এ বিশ্বকাপের টিকিটের মূল্য ধরাছোঁয়ার মধ্যেই পাচ্ছেন দর্শকরা। গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ০.২৫ ডলার (২৫ সেন্ট)। আর আড়াই থেকে ৪৫ ডলারে দেখা যাবে বিশ্বকাপের ফাইনাল। এখানে একই সঙ্গে চলবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। তবে তা দেখতে দর্শকদের আলাদা টিকিট লাগবে না। আগামী ১৮ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে  এবারের টি-২০ বিশ্বকাপ।
*টিকিট পেতে লগ করুন:
www.icc-cricket.com

ক্রীড়া প্রতিবেদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।