প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা প্রত্যাহার না করা হলে বিএনপি আর কখনোই সংসদ অধিবেশনে যোগ দিবে নাঃ ফারুক

প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা প্রত্যাহার না করা হলে বিএনপি আর কখনোই সংসদ অধিবেশনে যোগ দিবে নাঃ ফারুক

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা (আইএসআই) বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা প্রত্যাহার না করা হলে বিএনপি আর কখনোই সংসদ অধিবেশনে যোগ দিবে না। ২৯ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক দলের এই অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা স্পিকারকে বলতে চাই, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের কুরুচিপূর্ণ-অশ্লীল কথা-বার্তা এবং আইএসআইয়ের কাছ থেকে অর্থ নেয়া সম্পর্কে সংসদ নেতাসহ তার সহকর্মীদের মিথ্যা বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে প্রত্যাহার না করা পর্যন্ত বিরোধী দল আর সংসদে ফিরে যাবে না।

ফারুক বলেন, বার বার অনুরোধ জানানোর পরও স্পিকার আবদুল হামিদ আইএসআইয়ের কাছ থেকে টাকা নেওয়ার বক্তব্য প্রত্যাহারের সিদ্ধান্ত না নিয়ে নিরপেক্ষতা হারিয়েছেন। নির্দলীয় সরকারের অধীনে নিবাচনের বিল উত্থাপনের দাবি জানিয়ে চলতি অধিবেশনের মেয়াদ বাড়ানোর জন্যও স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, ৭ দিন বিরতির পর সংসদের দ্বাদশ অধিবেশন বৃহস্পতিবার বিকাল ৪টায় আবার বসছে।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।