গুপ্তহত্যার কোনো সংজ্ঞা নেই।। গুপ্তহত্যার শিকার অধিকাংশ ব্যক্তি সন্ত্রাসী গ্রুপের সদস্যঃ স্বরাষ্ট্রমন্ত্রী

গুপ্তহত্যার কোনো সংজ্ঞা নেই।। গুপ্তহত্যার শিকার অধিকাংশ ব্যক্তি সন্ত্রাসী গ্রুপের সদস্যঃ স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, গুপ্তহত্যার শিকার অধিকাংশ ব্যক্তি সন্ত্রাসী গ্রুপের সদস্য। ১৪ মার্চ (বুধবার) সংসদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে সন্ধ্যা সাতটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। গুপ্তহত্যা এবং এর সংজ্ঞা সম্পর্কে তারানা হালিমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রচলিত আইনে গুপ্তহত্যার কোনো সংজ্ঞা নেই। ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে দুষ্কৃতকারীদের মাধ্যমে কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে। গণমাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, অপহরণ হওয়া ব্যক্তিদের অধিকাংশই কোনো না কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং প্রতিপক্ষ গ্রুপ তাদের অপহরণ করেছে। মন্ত্রী আরও বলেন, কয়েকটি ঘটনায় ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেপ্তার হয়েছে। দু-একটি ঘটনায় ঢাকার বাইরে অপহূত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে, যা এখন তদন্তাধীন। এ ধরনের অপহরণরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে।

আহমেদ নাজমীন সুলতানার প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সীমান্ত হত্যা ও নির্যাতনের মাত্রা কমেছে। এর পরও সীমান্তে যেকোনো ধরনের হত্যা বা নির্যাতন শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ-ভারত অঙ্গীকারাবদ্ধ। ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের মনোভাব জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে। বিএনপির সাংসদ রেহানা আক্তারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো। পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।