ব্রিটেনে ইমিগ্রেশন অপরাধের সন্দেহে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

ব্রিটেনে ইমিগ্রেশন অপরাধের সন্দেহে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ব্রিটেনে থেরেসা মে’র উদ্বোধন করা এক ভারতীয় রেস্টুরেন্ট থেকে ইমিগ্রেশন অপরাধের সন্দেহে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। একারণে ব্রিটেনের হোম সেক্রেটারি কিছুটা বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়েছেন। রেস্টুরেন্টটির ওয়েবসাইটে এক ছবিতে দেখা গেছে যে, মিসেস মে বেশ গর্বের সাথে রিবন কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করছেন এবং মালিকদের সাথে ডিনার উপভোগ করছেন। তার নিজের কম্যুনিটি মেইডারল্যান্ডে রেস্টুরেন্টটির অবস্থান হবার কারণে তিনি কর্তৃপক্ষের বিশেষ প্রশংসাও করেন। এক সপ্তাহ আগে ইউকে বোর্ডার এজেন্সির ফোর্স হোটেলটিতে অভিযান পরিচালনা করে এবং বেশ কিছু অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে। ইন্সপিরেশন ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামের সেই হোটেল থেকে গ্রেপ্তারকৃতদের ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছে, এসব শ্রমিক যে ব্রিটেনে অবৈধভাবে বসবাস করে আসছিল, সে ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না। তবে তাসত্ত্বেও রেস্টুরেন্টটিকে ৫০ হাজার পাউন্ড অর্থ জরিমানা করা হতে পারে যদি প্রমাণ পাওয়া যায় যে, এসব শ্রমিক নিয়োগে তারা যথাযথ খোঁজ-খবর নেয় নি।

সূত্রঃ বিবিসি।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।