গুইসেপ: পুনরায় ইতালির প্রধানমন্ত্রী

গুইসেপ: পুনরায় ইতালির প্রধানমন্ত্রী

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: পদত্যাগের পর ফের ইতালির প্রধানমন্ত্রী হলেন গুইসেপ কন্তে। মধ্য বামপন্থী ডেমোক্রেটিক পার্টির (পিডি) সাধারণ সম্পাদক জিঙ্গারেতি ও ফাইস্টার মুভমেন্ট সাধারণ সম্পাদক লুইজি দি মাইও দল জোট বেঁধে রাষ্ট্রপ্রতি সেরজো মাতারেল্লার কাছে কন্তেকে পুনরায় প্রধানমন্ত্রী করতে প্রস্তাব দিলে রাষ্ট্রপতি তা গ্রহণ করেন। বৃহস্পতিবার কুইরিনাল ভবনে সাক্ষাৎ হলে প্রধানমন্ত্রী হিসেবে আবারও কোন্তেকে দায়িত্ব দেন রাষ্ট্রপতি। দুই সপ্তাহের মধ্যে একই ব্যক্তি দুবার প্রধানমন্ত্রী হওয়ায় দেশটিতে বেশ আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।


দেশটির নাগরিকরা ভোট ছাড়া এভাবে সরকার নির্বাচনে সন্তুষ্ট না হলেও তারা মনে করেন, আগামী নির্বাচন পর্যন্ত টিকে থাকাই হবে নতুন সরকার ও নতুন মন্ত্রী সভার জন্য একটি বড় চ্যালেঞ্জ। চলতি মাসে সরকার সংকটের পর কয়েক সপ্তাহ ধরে এ নিয়ে ইতালির রাজনীতিতে চলছিল কঠিন সমীকরণ। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান হলো নতুন সরকার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে।

আন্তর্জাতিক ডেস্ক