কঙ্গোর রাজধানী ব্রাজেভিলে বিস্ফোরণঃ নিহত ২০০,আহত ১৫০০

কঙ্গোর রাজধানী ব্রাজেভিলে বিস্ফোরণঃ নিহত ২০০,আহত ১৫০০

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী ব্রাজেভিলের রোববার কয়েক দফা বিস্ফোরণে প্রায় ২০০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। নদী-তীরবর্তী একটি সামরিক ঘাঁটির অস্ত্রভান্ডারে আগুন থেকে এ বিস্ফোরণ ঘটে। শক্তিশালী এ বিস্ফোরণে কিনসাশা শহরসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বেটু বাঙ্গানা হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বিবিসিকে এ কথা জানান। কঙ্গোর প্রতিরক্ষামন্ত্রী চার্লস বোয়াও এক টেলিভিশন বার্তায় আতঙ্কিত লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এ বিস্ফোরণ কোনো অভ্যুত্থানের চেষ্টা বা সেনাবিদ্রোহ নয় বলে তিনি জনগণকে আশ্বস্ত করেছেন। গোলাবারুদের গুদামে আগুনের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে তিনি জানান। ব্রাজাভিলের ইউরোপীয় এক কূটনীতিক বলেছেন, তিনি সামরিক হাসপাতালে অন্তত ১৫০টি লাশ গুনেছেন। আহতের সংখ্যা দেড় হাজারের মতো। তাদের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর। বিস্ফোরণে এক চীনা কর্মী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা সিনহুয়া।

সূত্রঃ বিবিসি অনলাইন।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।